Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি দিতে হবে না

অনলাইন ডেস্ক:

‘সংযুক্ত আরব আমিরাতে আসার সময় প্রবাসী কর্মীদের বিমানবন্দরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার (আরটি-পিসিআর) ফির এক হাজার ৬০০ টাকা দিতে হবে না। এই ফি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।’

শনিবার (২ অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামালও উপস্থিত ছিলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অনস্বীকার্য। সরকারও তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর।

About Syed Enamul Huq

Leave a Reply