Thursday , 18 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ইবিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইবিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (০৪ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে আনন্দ র‌্যালি করে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
র‌্যালিটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মিলিত হয়। পরে ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে নেতাকর্মীরা। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন তারা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতা শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দীকি আরাফাত, বিপুল খান, শাহজালাল ইসলাম সোহাগ, ফজলে রাব্বি হাসান ও হোসাইন মজুমদার সহ অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকরা কর্মসূচীতে অংশ নেন।
এদিকে দুপুর সাড়ে বারোটায় ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে কেক কাটেন ছাত্রলীগের একাংশ।

About Syed Enamul Huq

Leave a Reply