ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ঈশ্বরগঞ্জে ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে থানায় দুইজনকে আসামী করে মামলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুই আসামীকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে। এজহার সূত্রে জানা যায়, উপজেলার শিমরাইল গ্রামের ওই ছাত্রীকে স্কুলে যাওয়ার সময় গৌরিপুর উপজেলার মাইজহাটি গ্রামের আবুল কালামের ছেলে আতাউর রহমান (২৮) প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত। পরে মেয়ের বাবা বিষয়টি জানতে পেরে আতাউরের বাবাকে অবহিত করলে আতাউর এতে ক্ষিপ্ত হয়ে মেয়েকে ফুসলাইয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে। পরে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মেয়ের পড়ালেখা বন্ধ করে দেওয়া হয়। গত ২৬ ডিসেম্বর চাচাতো বোনের বাড়ি শিবপুরে বেড়াতে যাওয়ার পথে ঈশ্বরগঞ্জের রহমতগঞ্জ নামক স্থান থেকে আতাউর মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে মামাতো বোনের জামাতা অপর আসামী রমজান আলীর (৩৮) সহয়তায় মেয়েকে চট্রগ্রাম হালিশহরে নিয়ে যায়। পরে মেয়েকে খুঁজে না পেয়ে মেয়ের বাবা ৩০ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ১ জানুয়ারি রাতে চট্রগ্রাম হালিশহর থেকে মেয়ে উদ্ধার করে ও দুই আসামীকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসে।
এব্যাপারে ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া জানান, ভিকটিমকে জবানবন্ধি ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
