Monday , 14 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঈশ্বরগঞ্জে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামীলীগের বর্ধিত সভা
--প্রেরিত ছবি

ঈশ্বরগঞ্জে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে আওয়ামীলীগের বর্ধিত সভা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আঠারবাড়ী ইউনিয়নের রায়ের বাজার গো-হাটায় ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। জানা যায়, গত ১৬ আগস্ট আঠারবাড়ী ইউপি’র চেয়ারম্যান আলমগীর হোসেন মৃত্যুবরণ করায় ওই ইউপি’র চেয়ারম্যান পদটি শূন্য হয়। তাই আগামী ২০ অক্টোবর আঠারবাড়ী ইউপি’র উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়। আওয়ামীলীগের প্রার্থী জুবের আলম কবীর রুপক কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে সামছুদ্দিন ভূঞার সভপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য মাহাবুবুর রহমান মাহাবুবের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক এম.এ. কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ঈশ্বরগঞ্জ পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিব,তরিকুল হাসান তারেক, সরিষা ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূঞা, আঠারবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেনের স্ত্রী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌসী বেগম, আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী জুবের আলম কবীর রুপক প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply