Saturday , 9 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়ার বালুখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১,৪০,০০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

উখিয়ার বালুখালী এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে ১,৪০,০০০ পিস ইয়াবাসহ চারজন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ১৪০.০০০পিস ইয়াবা সহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কক্সবাজার উখিয়াঘাট বালুখালীস্থ বিএম অটোগ্যাস, ফিলিং ষ্টেশন এর ১০০ গজ দক্ষিণে কক্সবাজার-টেকনাফগামী রাস্তার ব্রীজের উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিএসসির আভিযানিক দল ২০/০৭/২০২২ তারিখ আনুমানিক ভোর ০৫.৩০ ঘটিকায় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি পালানোর চেষ্টা করলে ১। পারভিন আক্তার (২৮), স্বামী- নুরুল আফসার, মাতা- মৃত মমতাজ, সাং-জুমেরছড়া, ০১নং ওয়ার্ড, ২। আনোয়ারা আক্তার (২৯),স্বামী- নজিম উল্যাহ, মাতা- খাইরুননেছা, সাং- নলবুনিয়া, পালংখালী, ফারিবিল, ৩। খাইনুর নেছা (৪৫), স্বামী- সৈয়দ আকবর, মাত-মাহমুদা খাতুন, সাং-ফারিবিল, ০৮নং ওয়ার্ড, ৪। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু *মোঃ বাপ্পি (১৬), পিতা- মোঃ হামিদ হোসেন, মাতা- দিলোয়ারা বেগম, পালংখালী, আউলিয়াবাদ, ০৮নং ওয়ার্ড সর্ব ইউপি- পালংখালী, থানা- উখিয়া, জেলা কক্সবাজরদের গ্রেফতার করে এবং নুরুল আফসার (৩৫), পিতা- মৃত আবু বশর, সাং-মুমেরছড়া, ০১নং ওয়ার্ড, পালংখালী ইউপি, থানা- উখিয়া, জেলা-কক্সবাজার পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক ধৃত মহিলারদের দেহ তল্লাশী করে তাদের হাতে থাকা শপিং ব্যাগ ও কাপড়ের ব্যাগের ভিতর হতে সর্বমোট ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ তাদের হেফাজতে রেখে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে RAB -১৫ কক্সবাজারের পক্ষ থেকে জানিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply