Tuesday , 6 June 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও অস্ত্র সহ আটক-৪

উখিয়া, কক্সবাজার, প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র পৃথক অভিযানে ইয়াবা ও অস্ত্রসহ চার রোহিঙ্গা গ্রেফতার হয়েছে।

১০ জানুয়ারী,সকালে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন( এপিবিএন)’র অধিনায়ক এসপি নাইমুল হক জানান,৯ জানুয়ারী দিবাগত রাতে মধুর ছড়া ক্যাম্প পুলিশের একটি দল গোপন সংবাদের সুত্রে অভিযানে নামে। ক্যাম্প- ৪’র ব্লক এফ-১৪’র প্রান্তিক কমিউনিটি সেন্টারের ভিতর কিছু রোহিঙ্গা দুষ্কৃতকারী অবস্থান করছে জানতে পেরে অভিযান চালিয়ে
মোঃ রফিক আলম (৪১), পিতা-নীর আহম্মদ, মাতা-মৃত ছলেমা খাতুন, এফসিএন নং-২৯৫৮৪০, ব্লক-এফ-১৪ ও আবু বক্কর সিদ্দিক (২৫), পিতা-কালা মিয়া, মাতা-নুর জাহান, এফসিএন নং-২৩৭৫৮৫, ব্লক-ডি-৪, ক্যাম্প-৪ এ আশ্রিত রোহিঙ্গাদ্ধয় কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসময় ধৃতদের হেফাজত থেকে একটি পুরাতন সচল এলজি ও একটি কালো রংয়ের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অপরদিকে একই দিন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র লম্বাশিয়া পুলিশ,ক্যাম্পের একটি অভিযানিক টহলদলের হাতে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারি আটক হয়েছে।কুতুপালং লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১-ওয়েষ্ট, ব্লক-সি-৫ এর রফিক আলমের বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। ওইঘর থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলো নুর বশর (৩৪), পিতা-মৃত. আব্দুল হাবি, মাতা-মৃত. আরেফা খাতুন, এফসিএন- ১৫১৭০০, ব্লক-এফ-৩, ক্যাম্প-১-ওয়েস্ট, মাঝি-মোঃ রশিদ, হেড মাঝি- শফিউল্লাহ, রফিক আলম (২৩), পিতা-আমির সৈয়দ, মাতা- মালা খাতুন,এফসিএন- ১৫৯০৫৭, ব্লক-সি-৫, ক্যাম্প-১-ওয়েস্ট, মাঝি- জোহর, হেড মাঝি- আয়াতুল্লাহ।

ধৃতদের উখিয়া থানায় সোপর্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এমনটাই জানান,১৪ এপিবিএন’র অধিনায়ক এসপি নাইমুল হক।

About Syed Enamul Huq

Leave a Reply