Friday , 7 February 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এটা দরকার ছিল, সবকিছুরই শেষ আছে : মাশরাফি
--ফাইল ছবি

এটা দরকার ছিল, সবকিছুরই শেষ আছে : মাশরাফি

খেলা ডেস্ক:

দেশের জার্সিতে তিনি এখনো সফলতম অধিনায়ক, বাংলাদেশ প্রিমিয়ার লিগেও তাই। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছেন। আজ নবম আসরের ফাইনালে তার সামনে ছিল পঞ্চম শিরোপার হাতছানি। কিন্তু ম্যাশ বাহিনীকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এতদিন একটা মিথ ছিল, মাশরাফি ফাইনালে কখনো হারেনি। সেই রেকর্ড আজ ভেঙে গেল।

ম্যাচ পরবর্তী ক্লান্ত মাশরাফি সংবাদ সম্মেলনে এসে রুবেল হোসেনকে আগলে রাখলেন। ক্যাচ মিস এবং গুরুত্বপূর্ণ সময়ে ২৩ রান দিয়ে রুবেল এখন ‘ভিলেন’। মাশরাফিকে যখন তার ফাইনাল জয়ের রেকর্ড ভাঙার ব্যাপারটি মনে করিয়ে দেওয়া হয়, তখন তিনি বলেন, ‘একদিন না একদিন হওয়া দরকার ছিল, হয়েছে আজকে (ফাইনালে পরাজয়)। ভালো হয়েছে। সবকিছুরই তো শেষ আছে।’

দলের পারফর্মেন্স নিয়ে মাশরাফির বক্তব্য, ‘যা হয়েছে আমি এর চেয়ে বেশি কিছু চাইতে পারতাম না। ছেলেরা যতটুকু চেষ্টা করেছে, এর চেয়ে বেশি আশা করা যায় না। তবে হ্যাঁ, শেষদিন মাঠে যারা ভালো খেলবে, তারা জিতবে। আমরা ভালো খেলিনি এই কথা বলা ঠিক হবে না। ছেলেরা ভালো খেলেছে। কিন্তু কিছু জায়গায় ম্যাচটা আমাদের হাত থেকে চলে গেছে গেছে।’

About Syed Enamul Huq

Leave a Reply