Tuesday , 6 June 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কাঁঠালবাড়ি জনসভায় প্রধানমন্ত্রী

কাঁঠালবাড়ি জনসভায় প্রধানমন্ত্রী

স্টাফ রিপোটার: পদ্মা সেতু উদ্বোধন শেষে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাস্থলে সকাল থেকেই অপেক্ষায় ছিল লাখো মানুষ। দীর্ঘ অপেক্ষার পর সেতু উদ্বোধনের পর সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে জাজিরায় পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-২ উন্মোচন করে তিনি মোনাজাতে অংশ নেন।

শনিবার (২৫ জুন) ১টার আগেই সভার মঞ্চে উঠে হাত নেড়ে উপস্থিত সবাইকে অভিবাদন জানান তিনি। এরপর সোয়া একটার দিকে তিনি বক্তব্য শুরু করেন। সেতুর উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

এর আগে বেলা ১২টার দিকে শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। সেতুর মাওয়া প্রান্তে টোল পরিশোধ শেষে উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন। এসময় তিনি নিজ হাতে নির্ধারিত পরিমাণ টোল আদায় করেন।

About Syed Enamul Huq

Leave a Reply