Saturday , 1 April 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

কুষ্টিয়ায় মেয়ের আত্মহত্যার খবরে বাবার মৃত্যু


আকরামুজ্জামান আরিফ, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার মিরপুরে মেয়ের আত্নহত্যার দুইঘন্টা পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাবার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানপুরে এ ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয়রা জানান়, সুলতানপুর মহল্লারগোলাম মোস্তফার মেয়ে শান্তনা (২০) স্বামীর সঙ্গে  বিচ্ছেদ হয়ে যাওয়ায় একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। সান্তনার চাচাতো ভাই আবদুল মতিন জানান, মঙ্গলবার সান্তনার সাথে তার মায়ের বাকবিতণ্ডা হয় । এর কিছুক্ষণ পর সান্তনা ঘরের আড়ার সাথে গলায় দড়ি দেয়। পরিবারের লোকজন জানতে পেরে তাকে দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন বাবা গোলাম মোস্তফা (৪০)। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাকেও দ্রুত মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।একইসঙ্গে বাবা ও মেয়ের এই করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের মধ্যে চলছে শোকের মাতম।মিরপুর থানার (ওসি) গোলাম মোস্তফা জানান,মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।

About Syed Enamul Huq

Leave a Reply