Sunday , 14 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ার মিরপুরে কাঠের ৩ দোকান আগুনে পুড়ে ছাই
--প্রেরিত ছবি

কুষ্টিয়ার মিরপুরে কাঠের ৩ দোকান আগুনে পুড়ে ছাই


 কুষ্টিয়া প্রতিনিধি: 

কুষ্টিয়ার মিরপুরে তিন কাঠের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।রোববার (২৪ জানুয়ারী ) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর জিয়া সড়কের কাঠের তিন দোকানে আগুন লাগে। বিষয়টি মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রুহুল আমিন নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— কাঠের দোকান মালিক জাকির, মানিক এবং রাজা। মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার রুহুল আমিন আরো জানান, সকালে ৭টা ১৫ মিনিটে স্থানীয়রা ফোন দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply