Thursday , 12 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১২ জন জুয়ারী আটক, টাকা ও মোটর সাইকেল উদ্ধার-৩
--প্রেরিত ছবি

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ১২ জন জুয়ারী আটক, টাকা ও মোটর সাইকেল উদ্ধার-৩

কুষ্টিয়া প্রতিনিধি:

র‍্যাব -১২ সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাবের একটি চৌকষ অভিযানিক দল আজ রাতে ‘‘কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন বারোদাগ (পূর্বপাড়া) গ্রামস্থ পাওয়ার হাউজের পিছনে ০৩নং গেইট সংলগ্ন টিনের ঘরথথ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নগদ-২৫৫১০/-, মোবাইল ফোন-১৪টি, সীমকার্ড-২৮টি, মোটরসাইকেল-০৩টি, পাটি-০১টি ও তাস-০৬ বান্ডিল সহ বাহিরচর ষোল দাগ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে সোহেল রানা, ব্রাহ্মণপুর এলাকার মৃত মল্লিক চাঁদের ছেলে বেলাল হোসেন, বাহিরচর ষোল দাগ এলাকার মৃত হাজী নবী উদ্দিন সরদারের ছেলে জগলু সরদার, মৃত আবুল কাশেমের ছেলে শাহজাহান মিয়া, শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন, রজব আলীর ছেলে আকবর আলী, মৃত মজনু খানের ছেলে মামুন খান, মৃত রমজান আলীর ছেলে সেন্টু আলী, মৃত রাশেদ আলীর ছেলে শাহবুল আলম বিপ্লব, মৃত মেহের আলীর ছেলে শফিকুল ইসলাম, মৃত তোজাম্মেল হকের ছেলে রেজাউল করিম, মহসিন আলীর ছেলে আল আমিনসহ ১২ জনকে আটক করে র‍্যাব-১২। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ তাদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত দেরকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply