Sunday , 3 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
খাগড়াছড়িতে পৌর নির্বাচনের প্রস্তুতি বিষয়ক বিএনপির মত বিনিময়

খাগড়াছড়িতে পৌর নির্বাচনের প্রস্তুতি বিষয়ক বিএনপির মত বিনিময়

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে পৌর নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে মতবিনিময় সভা করেছে খাগড়াছড়ি সদর পৌর বিএনপি।

গতকাল শুক্রবার (৯অক্টোবর) বিকেলে সদর পৌর বিএনপির সভাপতি জহির আহমেদ এর সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, পৌর নির্বাচনকে সামনে রেখে সুসংগঠিত বিএনপির প্রার্থী বাছাই ও ভোটের মাধ্যমে জয় ছিনিয়ে এনে আওয়ামীলীগকে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। সে সাথে পৌরবাসীকে নাগরিক সেবা দিয়ে দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণে বিএনপি ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
এসময়, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টার, ক্ষেত্র মোহন রোয়াজা, সাধারণ সম্পাদক এম এন আবসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আঃ রব রাজা, মোঃ আবু তালেব, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রহমত আলী, পৌর বিএনপির সাঃ সম্পাদক আহসান উল্ল্যাহ মিলন, জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহেদুল আলম। জেলা বাস্তহারা দলের সভাপতি মো. নুরুল আলম, সদর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল ও সদর পৌর সভার ৯টি ওয়ার্ডের সভাপতি সম্পাদকসহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা এতে অংশ নেয়।
উল্লেখ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবসারকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট পৌরসভা নির্বাচনী সাবজেক্ট কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি আগামী ১২ ও ১৩ অক্টোবর জেলা বিএনপির কার্যালয়ে আগ্রহী মেয়র প্রার্থীদের মধ্যে দলীয় নমিনেশন ফরম বিতরণ করবেন বলে জানা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply