Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাইবান্ধায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি:
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো হাত ধোয়া প্রশিক্ষণ, সরকারি ও বে-সরকারি শিশু পরিবার সহ জন বহুল এলাকায় সাবান, গেঞ্জি, মাক্স, লিফলেট বিতরণ ও আলোচনা সভা ইত্যাদি। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল‘‘উন্নত স্যানেটিশন নিশ্চত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’’। এর আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কর্মসূচীর শুরুতেই হাত ধোয়া প্রদর্শন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
এ উপলক্ষে জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: সাদেকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: রেজওয়ান আহম্মেদ, সহকারি কমিশনার শাহীন দেলোওয়ার, সাংবাদিক মো: আবেদুর রহমান স্বপন, সাংবাদিক উজ্জল কুমার চক্রবর্তী, এনজিও প্রতিকনিধি আরফিনা আখতার, মো: আব্দুস ছালাম, গোলাম মোস্তফা, এসকেএসর সম্বনয় কারি আশরাফ আলী, গণ উন্নয়নের আফতাব হোসেন প্রমুখ। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস মোকাবেলায় সময় মতো পদক্ষেপ নেয়ার ফলে সে সংকট আর নেই। তিনি বলেন একারনেই আমাদের অর্থনীতির চাকা সচল রয়েছে। তিনি আগামী দিনগুলোতে করোনা সংক্রমন রোধে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

About Syed Enamul Huq

Leave a Reply