Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা আইন শৃঙ্খলা কমিটি ও আইন শৃঙ্খলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. সাদেকুর রহমান গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন আ.খ.ম. আখতারুজ্জামান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার হেড কোয়ার্টার্স মো. আবু খায়ের, এনএসআই’র ডেপুটি ডিরেক্টর, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, গাইবান্ধা র‌্যাব ক্যাম্প ইনচার্জ, মার্কেটিং অফিসার, জেলার মো. নজরুল ইসলাম, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা ওষুধ তত্ত্বাবধায়ক প্রমুখ।
জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং নারী-নির্যাতন ধর্ষণ প্রতিরোধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ, এছাড়াও করোনা পরিস্থিতির দ্বিতীয় ওয়েভ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য নিয়ন্ত্রন, ওষুধের মূল্য নিয়ন্ত্রন, মাদক দ্রব্যের অপব্যবহার প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এবার জানুয়ারী মাসের মধ্যেই দেশের ১ লাখ দরিদ্র গৃহহীন ভূমিহীন মানুষকে দুই শতক খাস জমিসহ উক্ত জমিতে নির্মিত পাকা বাড়ী হস্তান্তর করা হবে। এরমধ্যে গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় ৫শ’ ৭ জন দরিদ্র গৃহহীন ভূমিহীনকে জমির মালিকানাসহ ঘর হস্তান্তর করা হবে।
এছাড়াও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, মানব পাচার প্রতিরোধ কমিটির সভা ও আদালত সহায়তা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে সংশ্লি¬¬ষ্ট কমিটির সদস্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার বিগ্রেড কর্মকর্তা, জেল সুপারসহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply