Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঘুমধুম তদন্ত পুলিশের অভিযানে বিদেশী বিয়ারসহ  আটক ১

ঘুমধুম তদন্ত পুলিশের অভিযানে বিদেশী বিয়ারসহ  আটক ১

নাইক্ষ‌্যংছড়ি প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি থানাধীন ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরুধী অভিযানে ৪৫বোতল বিয়ারসহ এক  মাদককারবারিকে আটক করা হয়েছে।
 রবিবার  (১৪ আগষ্ট) ভোর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের মায়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে এসব বিয়ার উদ্ধার করা হয়। আটককৃত ব্যাক্তি টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের ১নং ওয়ার্ড়ের মোহাম্মদ হোসাইন এর ছেলে মোস্তফা কামাল (২৩)।
পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টানটু সাহার নির্দেশনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহাগ রানার নেতৃত্বে এসআই বাবুল সঙ্গীয় ফোর্স সহ  টিভি টাওয়ার সংলগ্ন উখিয়া টেকনাফ সড়কে ইয়াহিয়া রাবার বাগানের এলাকায় অভিযান চালিয়ে ৪৫ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টানটু সাহা বিষয়টি নিশ্চিত করেন। আটককৃত মোস্তফা কামাল এর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply