Monday , 14 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আব্দুল হাকিম
--ফাইল ছবি

চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের আব্দুল হাকিম

অনলাইন ডেস্ক:

দেশের স্বাধীনতা অর্জনের জন্য লড়াইয়ে নেমেছিলেন ফুটবলাররা। সে সময় গড়ে তোলা হয় স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের অন্যতম সদস্য আব্দুল হাকিম আর নেই। আজ রবিবার ভোরে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

বেশ কয়েক বছর ধরেই নানা জটিল রোগে ভুগছিলেন আব্দুল হাকিম। ঢাকা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মরদেহ ঢাকা থেকে নিজ এলাকা যশোরে নিয়ে যাওয়া হচ্ছে।

স্বাধীনতার আগে দিলকুশা স্পোর্টিংয়ের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু হয় হাকিমের। এরপর স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেন। ১৯৭৩ ও ১৯৭৫ সালের মারদেকা কাপে জাতীয় দলের সদস্য ছিলেন। ঘরোয়া ফুটবলে ঢাকা ওয়ান্ডারার্স, ওয়ারী, ওয়াপদার মত ক্লাবে খেলেছেন তিনি।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply