ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে জন্ম নেয়া মানসিক ভারসাম্যহীন সুফিয়া পাগলীর দুই নবজাতককে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আজিমপুর ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।বুধবার (১৭ মে) দুপুর ২ টায় ওই দুই নবজাতককে অ্যাম্বুলেন্স যোগে আজিমপুর ছোটমনি নিবাসে পাঠানো হয়।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান, উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ হুমায়ুন কবীর,উপজেলা সমাজসেবা অফিসার মো.শিহাব উদ্দিন খান,আবাসিক মেডিকেল অফিসার ডা.মো. মোস্তাফিজুর রহমান,তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ তপু রায়হান রাব্বিসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও ফুলপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের নির্দেশনায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ওই দুই নবজাতককে আজিমপুর ছোট মনি নিবাসে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত খোঁজখবর রাখা হবে।
উল্লেখ্য যে, মানসিক ভারসাম্যহীন সুফিয়া এক বছর ধরে ফুলপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন।মাস খানেক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তখন স্থানীয় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মোঃ তপু রায়হান রাব্বি তাকে হাসপাতালে নিয়ে আসেন।পরে আল্ট্রাসনোগ্রাফি করার পর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানা যায়।এর কয়েক দিন পরে সুফিয়া ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যমজ কন্যা সন্তানের জন্ম দেন।