Friday , 20 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জনসভাস্থলে প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

জনসভাস্থলে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

মিছিলে-স্লোগানে মুখরিত জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানায় কানায় পরিপূর্ণ জনসভাস্থলে দুপুর সাড়ে ১২টার দিকে পৌঁছেছেন তিনি। এসময় নেতাকর্মীরা স্লোগান দিয়ে মঞ্চে স্বাগত জানান।

এর আগে আজ ভোর থেকেই মিছিলে-স্লোগানে মুখরিত হয়ে উঠে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠের প্রধানমন্ত্রীর জনসভাস্থল। ভোর থেকেই কোটালীপাড়ার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ৯টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

দীর্ঘ চার বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় যান। আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। এখানে বসে তিনি অনেকগুলো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

About Syed Enamul Huq

Leave a Reply