Saturday , 7 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক  :

২৪ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৫ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত এ সকল পরীক্ষার সংশোধিত সময়সূচি দ্রুত জানিয়ে দেওয়া হবে। বাকি পরীক্ষাগুলোর তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে অনার্স প্রথম বর্ষের বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃতি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, সংগীত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান এবং ব্যবস্থাপনা।

About Syed Enamul Huq

Leave a Reply