Tuesday , 31 January 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
তারাকান্দায় ব্রীজের নীচে মিললো মাদ্রাসা ছাত্রের লাশ
--প্রতীকী ছবি

তারাকান্দায় ব্রীজের নীচে মিললো মাদ্রাসা ছাত্রের লাশ

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ

ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের কাকনী নামক স্থানে ব্রীজের নীচে মিললো ফুলপুরস্থ ইছবপুর মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র শিশু সিয়ামের (১২) লাশ।

শনিবার সকালে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।এলাকাবাসী থানায় খবর দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিশুটির লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছায়। ডিবি, সিআইডি-ক্রাইমসিন (ময়মনসিংহ), তারাকান্দা থানা ও ফুলপুর থানার অফিসার ইনচার্জগন ঘটনাস্থলে গিয়ে হত্যাকান্ডের মোটিভ উদ্ধারে কাজ করছে।

প্রাথমিক তদন্তে শিশুটির নাম সিয়াম (১২)। সে ফুলপুর উপজেলার মারাদেউরা গ্রামের মকবুল হোসেনের পুত্র বলে জানা গেছে। শুক্রবার দুপুর ২ঘটিকার সময় থেকে নিখোঁজ ছিল শিশুটি। এ ব্যাপারে মাইকিংও করেছিল স্বজনরা। অবশেষে ব্রীজের নীচে মিললো লাশটি।

এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, গতকাল দিবাগত রাতে কোন এক সময় শিশুটিকে হত্যার পর শিশুটির লাশ ব্রীজের নীচে ফেলে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় শিশুটির লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About Syed Enamul Huq

Leave a Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com