Tuesday , 28 November 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত এই ঘরেই থাকবে মাসুরার পরিবার – সরেজমিনে সাতক্ষীরা জেলা প্রশাসক
--প্রেরিত ছবি

নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত এই ঘরেই থাকবে মাসুরার পরিবার – সরেজমিনে সাতক্ষীরা জেলা প্রশাসক

সাহিদা আক্তার ময়না (সাতক্ষীরা) প্রতিনিধি:
অবশেষে নতুন ঘর নির্মাণ না হওয়া পর্যন্ত পুরানো ঘরেই বসবাস করবে সাফ
চ্যাম্পিয়ন ডিফেন্ডার মাসুরার বাবামা সহ পুরো পরিবার। সড়ক ও জনপথ বিভাগের
জায়গায় নির্মাণকৃত ঘর সকালে পরিদর্শন করে এই নির্দেশ দিয়েছেন
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সরকারিভাবে ৮শতক খাস জমি
দিলেও সেখানে গর্ত থাকায় সড়কের কিছুটা জায়গা জুড়ে মাসুরার পরিবারের ঘর
থাকায় সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগ অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়ে লাল
কালির চিহ্ন করে দেন। অবশেষে তুলে দেওয়া হয়েছে লাল কালির সেই চিহ্ন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নজরে আসা মাত্রই তিনি
বৃহস্পতিবার সকালে ছুটে যান মাসুরার বাড়ি। সেখানে মাসুরা পারভীনের
অসুস্থ পিতা রজব আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। জেলা প্রশাসক
মোহাম্মদ হুমায়ুন কবির এ সময় বাংলাদেশ নারী ফুটবল দলের ডিফেন্ডার মাসুরা
পারভিনের পিতা রজব আলী ও মাতা ফাতেমা বেগমকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন,
শারীরিক কোন সমস্যা দেখা দেওয়ার সাথে সাথে হাসপাতালে ডাক্তার দেখাতে হবে।
হাসপাতালে সব ধরণের ব্যবস্থা করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, যতদিন মাসুরার পরিবারের স্থায়ী বসতবাড়ি না হবে
ততদিন তারা এখানে বসবাস করবে। এই বাড়ি যাতে ভাঙা না হয় সেজন্য তিনি
সড়ক ও জনপথ বিভাগকে নির্দেশ দেন। এসময় মাসুরার বাড়ির দেওয়ালের উচ্ছেদ চিহ্ন
জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা মুছে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী
কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী
জিয়াউদ্দিন, সাতক্ষীরা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক,
লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত: নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে
বাংলাদেশের মেয়েরা। এই ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার
মাসুরা পারভীনের বাড়ি সাতক্ষীরায়। হিমালয়ের দেশ নেপালকে পরাজিত করে
চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে সবাই আনন্দের জোয়ারে ভাসলেও ঘরভাঙার আতঙ্কে ছিল
মাসুরার পরিবার।

সাতক্ষীরা শহর থেকে চার কিলোমিটার দূরে বেতনা নদীর তীরে বিনেরপোতা
খেজুরডাঙ্গী এলাকায় মাসুরাদের বাড়ি। মাসুরার বাবা রজব আলী বলেন, আজ মাথা
গোঁজার ঠাঁই হলো। জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা প্রকাশ
করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও অভিনন্দন জানান। মাসুরার
বাড়ি ফেরার অপেক্ষায় আছি। মাসুরা পারভীনের মা ফাতেমা বেগমও একই অনুভূতি
প্রকাশ করেন।
এরপর ফুল ও মিষ্টি নিয়ে জেলা প্রশাসকসহ অন্যান্য কর্মকর্তারা যান সাবিনার
বাড়িতেও। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে মিষ্টি মুখ করিয়ে ফুলেল শুভেচ্ছো
জানান।
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভিনের জন্য
সাতক্ষীরাসহ গোটা দেশ গর্বিত। সাবিনা ও মাসুরাকে সাতক্ষীরা জেলা
প্রশাসনের পক্ষ থেকে জমকালো সংবর্ধনা দেওয়া হবে বলে জানান তিনি। সরকারের
পক্ষ থেকে মাসুরার পরিবারকে বাড়ি নির্মাণ করে দেয়ারও আশ্বাস দেন জেলা
প্রশাসক।

About Syed Enamul Huq

Leave a Reply