Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর  শুভ  উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায়  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) ২০২১ এর শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী খেলার প্রথম রাউন্ডের প্রথম খেলায় নাইক্ষ্যংছড়ি  ইউনিয়ন ২-০ গোলে বাইশারী  ইউনিয়নকে পরাজিত করে জয়লাভ করে।
শুত্রুবার  (২৮ মে) দুপুর ৩ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ  সরকারি উচ্চবিদ্যালয় মাঠে, ৫টি ইউনিয়ন ও মোট ৫টি দলের টিম নিয়ে অংশগ্রহণে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি’র  সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ  অধিদপ্তরের অফিস সহায়ক করিম ইকবাল সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ঊপজেলা পরিষদের চেয়ারম্যারও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ তিনি বলেন খেলাধুলা শুধু মানুষকে অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে না। বরং দেহ ও মনকে সজিব ও সতেজ রাখে,এবং  যুব সমাজকে  মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত রাখতে খেলাধুলা ও সাহিত্য চর্চায় উদ্বুদ্ধ করতে হবে।এজন্য সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলায় যুব সমাজ ও আগামী প্রজন্মকে এগিয়ে নিতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।এসময় দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত সমাজ গঠনে আগামী প্রজন্মকে সঠিক ও সুচারু রুপে গড়ে তুলতে খেলাধুলা ও সাহিত্য সংস্কৃতির কাজে এগিয়ে আসতে নাইক্ষ্যংছড়িবাসীর প্রতি আহ্বান জানানএ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আশারাফুল হক, জেলাপরিষদ সদস্য ক্যনোওয়ান  চাক, উপজেলা নির্বাচন অফিসার আবু জাফর ছালেহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের অাহবায়ক আব্দুল হামিদ যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য জয়নাল আবদ্দিন টুক্কু, উপজেলা একাডেমী সুপার ভাইজার মো: সোহেল মিয়া,  উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি আব্দুস সত্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, নাইক্ষ্যংছড়ি থানা’র প্রতিনিধি এসআই মুহাম্মদ গোলাম মোস্তাফা,নাইক্ষ্যংছড়ি  উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: তপন বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আবছার সোহেল, নাইক্ষ্যংছড়ি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইরফান মাহমুদ রায়হান, সাধারণ সম্পাদক মুমিনুল অালম মুমু প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply