মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই সম্মেলন থেকে একটি সুন্দর নেতৃত্ব আসবে, ওই নেতৃত্বের মাধ্যমে ঘরে ঘরে যেতে হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত ও পরামর্শ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আমাদের মা-বোনেরা বিগত আন্দোলন-সংগ্রামে যে ত্যাগ স্বীকার করেছেন, তাদের কাছে যেতে হবে। কাউন্সিলর, ডেলিগেট ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো, টিমওয়ার্কের মাধ্যমে দলকে সংগঠিত করবো।
তিনি আরও বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করা হবে। আমাদের লক্ষ্য শুধু সম্মেলন নয়, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ঘরে ঘরে পৌঁছানো।
রামগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
রামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক শেখ কামরুল হোসেনের সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম ও প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, যুবদলের সাবেক সহ সভাপতি ইমাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী প্রমুখ।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
