Tuesday , 28 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সৌজন্য সাক্ষাৎ
--সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফরে থাকা ভারতের সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। আজ শুক্রবার সকালে এই সাক্ষাতের সময় দেশটির সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সৌরভের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, এটা স্রেফ সৌজন্য সাক্ষাৎই ছিল।

ক্রিকেটপ্রেমী হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খ্যাতি বিশ্বজোড়া। সময় পেলেই তিনি মাঠে এসে খেলা দেখেন। ২০১৯ সালে ভারতের বিপক্ষে ঐতিহাসিক পিংক বল টেস্ট দেখতে সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে তিনি কলকাতার ইডেন গার্ডেনে গিয়েছিলেন। সে সময় সৌরভ উচ্ছ্বাস প্রকাশ করে সাংবাদিকদের বলেছিলেন, “আপনাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অবিশ্বাস্য। ওনাকে আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম। একজন প্রধানমন্ত্রী এখানে এসে বলছেন, ‘আমি সারা দিন খেলা দেখব, হোটেলে যাব না’, এটা ভাবা যায় না। ওনাকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেবেন।”

About Syed Enamul Huq

Leave a Reply