Friday , 19 July 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পুষ্পস্তবক অর্পন
--সংগৃহীত ছবি

বঙ্গবন্ধু ও চার নেতার প্রতিকৃতিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পুষ্পস্তবক অর্পন

অনলাইন ডেস্ক:

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিরা শনিবার সকালে ঢাকার পুরাতন কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন বিষয়ক সুপ্রিম কোর্টের জাজেস কমিটির সভাপতি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে কমিটির সদস্যরা পুরাতন কারাগার পরিদর্শন করেন। এসময় কমিটির সদস্য আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ও ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্টে বিচারপতিগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের পর তারা বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন। এরপর তারা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতা কারাগারের যে যে কক্ষে ছিলেন সেসব কক্ষ পরিদর্শন করেন।

About Syed Enamul Huq

Leave a Reply