Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিএইচআরসি’র ঢাকা মহানগর উত্তরের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বিএইচআরসি’র ঢাকা মহানগর উত্তরের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : দেশের গরীব দুঃখী ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা মহানগর উত্তর কমিটির পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর সাড়ে এগারো নম্বরে অবস্থিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা মহানগর উত্তরের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা বিভাগীয় সভাপতি আলহাজ¦ আকতারুজ্জামান বাবুল বলেন, আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। জীবনের উদেশ্য শুধু নিজেকে সুখী করায় নয় বরং উদ্দেশ্য হওয়া উচিত অন্যকে সুখী করা। কথায় আছে, পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদেরকে আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই সবচেয়ে বড় আনন্দ।
নির্বাহী সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন পলাশ বলেন, জাতিসংঘ ঘোষিত ৩০টি ধারার অনুকুলে যেসব অধিকারের কথা বলা আছে তা প্রত্যেকটা মানুষকে পাইয়ে দেয়ার জন্য সকল মানবতাবাদিদের একযোগে কাজ করতে হবে। বিশেষ করে যারা ইতোমধ্যে আর্তমানবতার সেবায় নিজেকে সম্পৃক্ত করেছেন, তাদের সেবার পরিধি আরো বাড়িয়ে দিতে হবে যেন দেশের প্রত্যেকটা মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার পায়।
এ অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা করা হয়। সেইসাথে সবাইকে আগামী ১০ই ডিসেম্বর বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী সফলভাবে পালন করার জন্য অনুরোধ করা হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি আলহাজ¦ সিকান্দর আলী জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির নির্বাহী সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন পলাশ, মির্জা শাহাদাৎ হোসেন, সিনিয়র সহ সভাপতি এ কে এম হাসান, আলহাজ¦ মোঃ জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লাহসহ কার্যনির্বাহী কমিটির সকল মানবতাবাদী কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply