Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিদ্রোহী (স্বতন্ত্য) মেয়র প্রার্থী শাহাদাতের নিজ বাসায় সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা

বিদ্রোহী (স্বতন্ত্য) মেয়র প্রার্থী শাহাদাতের নিজ বাসায় সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার ঘোষণা

এম আর অভি, বরগুনা :
বরগুনা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্য ) প্রার্থী শাহাদাত হোসেন নিজ বাসায় সংবাদ সম্মেলন ডেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ।
মেয়র প্রার্থী শাহাদাত হোসেন গতকাল (১৭ জানুয়ারী ) রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সংবাদ সম্মেলনে এ ইশতেহার ঘোষণা করেন । ইশতেহারে গত ১০ বছর মেয়র থাকা অবস্থায় শাহাদাত তার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। তিনি পুনরায় নির্বাচিত হলে বরগুনা পৌরসভায় যেসব উন্নয়ন করবেন, তা চব্বিশ দফায় উপস্থাপন করেন ও গত ১০ বছর মেয়র থাকা অবস্থায় যে সব উন্নয়ন করেছেন তা ২৩ দফায় উপস্থাপন করেন।
ইশতেহারে শিশু পার্ক, ওয়াক ওয়ে, ডিসি লেক, ট্রাকস্টান্ড নির্মাণের প্রতিশ্রুতিসহ ২০ দফা ঘোষনা দেন মেয়র শাহাদাত। এ ছাড়াও বেকারদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করার কথা উল্লেখ করেন ্এ মেয়র প্রার্থী। সংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে মেয়র শাহাদাত বলেন, পুলিশ সুপার বরাবরে ,আমি ও আমার পরিবারের নিরাপত্তার লক্ষ্যে বাসায় পুলিশ মোতায়নের আবেদন করেছি।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানাগেছে, তৃতীয় ধাপে সারাদেশে একযোগে ৬৪ টি পৌরসভা সাধারণ নির্বাচনের অংশ হিসেবে বরগুনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬, সংরক্ষিত মহিলা কাউন্সিলর- ১৪ এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনসহ মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্ব›দ্ধীতা করেছেন। এর মধ্যে মেয়র পদে প্রতিদ্ব›দ্ধীতা করেছেন জেলা আ,লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগ সভাপতি -বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. কামরুল আহসান (মহারাজ) নৌকা , জেলা বিএনপি,র সাধারণ সম্পাদক -বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত এ্যাডভোকেট মো. আবদুল হালিম (ধানের শীষ) জেলা জাতীয় পার্টির যুগ্ম- আহবায়ক-জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল জলিল হাওলাদার লাঙ্গল, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি- ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা জালাল উদ্দিন হাতপাথা , স্বত্যন্ত প্রার্থী মো.শাহাদাত হোসেন জগ ও তার তনয় মহাসিনা মিতু হেলমেট প্রতীক ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩টি আসনে ১৪ জন প্রার্থী জেসমিন -চশমা , নাসরিন নাহার সুমি-অটোরিক্রাা , নিপা আক্তার -টেলিফোন , নুসরাত জাহান পলি-জবাফুল ,মমতাজ বেগম- আনারস, রোজিনা – বলপেন , আসমা আক্তার- আনারস, নাজমুন্নাহার বেবী- জবাফুল, রাহিমা-চশমা, ইয়াসমিন সুলতানা -আনারস, মনি দেবনাথ- টেলিফোন, হেপী আক্তার লিমা- চশমা, সামসুন্নাহার নাসরিন- অটোরিক্রাা , হোসনেয়ারা চম্পা – জবাফুল প্রতীক এবং সাধারণ কাউন্সিলর পদে ৯ টি ওয়ার্ডে ৩৩ প্রার্থী মো. আকতারউজ্জামান- পাঞ্জাবি, মো তারিকুজ্জামান তালুকদার-উটপাখি, মো. মইনুল হাসান লিটন-টেবিল ল্যাম্প, মো. রুহুল আমিন- পনির বোতল, বাবুল চন্দ্র দাস- পনির বোতল, মো. আবু ছালেহ- পাঞ্জাবি, মো. সাইদুর রহমান সজীব- উটপাখি, মো. আল-আমিন- পনির বোতল, মো. মিজানুর রহমান খোকন- উটপাখি, গৌরঙ্গ সিকদার- ডালিম, মো. আকতারুজ্জামান লিমন– পনির বোতল, মো. রমিজ উদ্দিন মোল্লা- উটপাখি, মো. শহিদুল ইসলাম-টেবিল ল্যাম্প, মো. মাহমুদুল বারী- পাঞ্জাবি, মো. আব্বাস উদ্দিন-টেবিল ল্যাম্প, মো. জাহিদুল করিম বাবু- পনির বোতল, মনিরুজ্জামান জামাল- উটপাখি, মো. সাইফুল হক শামীম- ডালিম, , মো. কবিরুর রহমান- পাঞ্জাবি, মো. তৌহিদ মোল্লা- পনির বোতল, মোশারফ হোসেন খান- পনির বোতল, , আকবর হোসেন প্রিন্স- উটপাখি, মো.জাফর ইকবাল-টেবিল ল্যাম্প, মনিরুজ্জামান- ডালিম, রইসুল আলম রিপন- পাঞ্জাবি, মীর আরাফাত জামান তুষার-টেবিল ল্যাম্প, মো. আতাউর রহমান-পনির বোতল, মো. জাকির হোসেন- উটপাখি, মো.হুমায়ুন কবির- ডালিম, সুকদেব বিশ্বাস- পাঞ্জাবি, ফেরদৌসী বেগম- ডালিম, , মো. ফারুক সিকদার- উটপাখি, মো. মমিনুল ইসলাম মাসুদ- পনির বোতল প্রতীক নিয়ে প্রতিদ্ব›দ্ধীতা করেছেন।
আগামী ৩০ জানুয়ারী বরগুনা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ । তৃতীয় ধাপে সারাদেশে একযোগে ৬৪ টি পৌরসভা সাধারণ নির্বাচনের অংশ হিসেবে বরগুনা পৌরসভা নির্বাচনের এরপূর্বে ৩১ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র তোলা ও দাখিলের শেষ দিন। প্রার্থীতা বাছাই ৩ জানুয়ারী , প্রত্যাহার ১০ জানুয়ারী ও ১১ জানুয়ারী প্রতীক বরাদ্দ দেওয়া হয় এবং ১৪ জানুয়ারী আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

About Syed Enamul Huq

Leave a Reply