Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে সর্বোচ্চ মৃত্যু জেলায় ২৭৩ জন শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। জেলায় সংক্রমণের হার ৪৫.৪৬% ছাড়িয়েছে।

যার মধ্যে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় নবীনগর উপজেলার ৪০ বছর বয়সী একজন পুরুষ, সদর উপজেলার রোগীর নিজ বাড়িতে ৬২ বছর বয়সী একজন পুরুষ ও ৮০ বছর বয়সী একজন পুরুষ। এছাড়া সরাইল উপজেলায় ৭০ বছর বয়সী একজন পুরুষ ও কসবা উপজেলায় ৬৫ বছর বয়সী একজন মহিলার মৃত্যু হয়

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নতুন ৭৪ জন সহ জেলায় নতুন ২৮৩ জনের করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় এন্টিজেন ও পিসিআর ল্যাবের রিপোর্টে সর্বশেষ ৭৯২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত জেলায় ৪৭৩১ জন করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করেছে।

সর্বশেষ জেলায় ১০৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

শনিবার (০১ আগস্ট ) রাত ৮টার দিকে জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন।

গতকালের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টারের পিসিআর, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের পিসিআর ল্যাবের ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের র‍্যাপিড এন্টিজেন ল্যাবের ৫৯৯ টি রিপোর্টে নতুন আরও ২৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৭৪ জন, নাসিরনগর উপজেলায় ০৪ জন, সরাইল উপজেলায় ২১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪১ জন, নবীনগর উপজেলায় ৫৫ জন, আখাউড়া উপজেলায় ০৭ জন ও কসবা উপজেলায় ৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৭৯২৭ জন করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ৩০৬৪ জন, নাসিরনগর উপজেলায় ২০২ জন, সরাইল উপজেলায় ৪১০ জন, আশুগঞ্জ উপজেলায় ৭৭৯ জন, বিজয়নগর উপজেলায় ২০৫ জন, নবীনগর উপজেলায় ১২৯১ জন, আখাউড়া উপজেলায় ৪২০ জন, কসবা উপজেলায় ১০৫৪ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৫১২ জন শনাক্ত হয়েছে।

সর্বশেষ জেলায় ৪৮৩১ জন রোগী করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় ১৮৭৪ জন, নাসিরনগর উপজেলায় ১৬৮ জন, সরাইল উপজেলায় ২১১ জন, আশুগঞ্জ উপজেলায় ৪৩৪ জন, বিজয়নগর উপজেলায় ১৫০ জন, নবীনগর উপজেলায় ৬২৫ জন, আখাউড়া উপজেলায় ৩১৬ জন, কসবা উপজেলায় ৬৩৯ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ৩১১ জন সুস্থ হয়েছে।

সর্বশেষ ব্রাহ্মণবাড়িয়ায় ১০৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে সদর উপজেলায় ৩১ জন, নাসিরনগর উপজেলায় ০৫ জন, সরাইল উপজেলায় ০৮ জন, আশুগঞ্জ উপজেলায় ১৪ জন, বিজয়নগর উপজেলায় ০৩ জন, নবীনগর উপজেলায় ২৪ জন, আখাউড়া উপজেলায় ১৪ জন, কসবা উপজেলায় ০৩ জন ও বাঞ্ছারামপুর উপজেলায় ০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৭৯২৭ জন আক্রান্তের মধ্যে ৪৭৩১ জন সুস্থ হয়েছেন। কিন্তু এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০৯০ জন রোগী আইসোলেশনে আছে ও সেলফ আইসোলেশনে ৩০০৮ জন আছে। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে চিকিৎসা পাচ্ছে ৮২ জন রোগী।

সর্বশেষ গত ২৪ ঘন্টায় জেলায় ৮৪১ জনের করোনা ভাইরাসের শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন ৫৯৯ জনের করোনার রিপোর্ট প্রকাশ হয়েছে৷

এখন পর্যন্ত জেলায় ৪৯৯৮১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে৷ যার মধ্যে পাওয়া ৪৮৭০৭ জনের করোনা ভাইরাসের রিপোর্টে জেলায় সর্বমোট ৭৯২৭ জন আক্রান্ত হয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply