Tuesday , 28 November 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে টিটুর সমর্থনে বিশাল মিছিল সমাবেশ

মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে টিটুর সমর্থনে বিশাল মিছিল সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধিঃ ইকরামুল হক টিটু পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে গত ৩ ডিসেম্বর ২০২২,৩১ নং ওয়ার্ড চর ঈশ্বরদ্বিয়া খাল পাড়ের উদ্যোগে একটি বিশাল মিছিল টিটু পরিষদকে সমর্থন দিয়ে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠের সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন।
সম্মেলনে ইকরামুল হক টিটুকে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত করার শ্লোগানে মুখরিত করে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়।এসময় মিছিলে সংক্ষিপ্ত ভাষনে মোঃ শহিদুল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ময়মনসিংহ জেলা এবং মহানগর আওয়ামী লীগের কাউন্সিল নির্বাচনের সপ্তাহ খানেক আগে থেকেই তিনি ইকরামুল হক টিটুর সমর্থনে স্থানীয় ঈশ্বরদ্বিয়া খালপাড়ের ৩১ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের ব্যাপকভাবে উৎসাহ উদ্দীপনা এবং সমর্থন দিয়ে আসছিলেন,যাতে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয় এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে সিটি করপোরেশনের বর্তমান মেয়র এবং মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইকরামুল হক টিটুকে মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচনে বিজয়ী করে নিয়ে আসতে পারেন।
উল্লেখ্য,মোঃশহিদুল ইসলাম বর্তমানে মহানগর আওয়ামী তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইকরামুল হক টিটু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,ইকরামুল হক টিটু পরিষদের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, স্থানীয় বিজয় যুব সংঘের সভাপতি মোঃসোহাগ মিয়া,সাধারণ সম্পাদক মোঃ মোবারক হোসেন প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply