Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

মাদারীপুরে ছাত্রীকে মারধরের অভিযোগ ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে

মাদারীপুর প্রতিনিধিঃ  মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী কলেজের অধ্যক্ষের বিচার চেয়ে মঙ্গলবার (৪ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ থেকে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী মাদারীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার অপারেশন ট্রেডের সপ্তম ব্যাচের কোর্স সম্পন্ন করেন। মঙ্গলবার (৪ জানুয়ারি) তিনি তার সনদ তুলতে প্রতিষ্ঠানটিতে যান। কিন্তু প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা তাকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করায়।  সদন না পাওয়ার বিষয়টি অধ্যক্ষকে জানাতে যান তিনি।  এ সময় অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে মারধর করেন।  ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘আমি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।  তাকে ঘটনা বলেছি। আশা করি তিনি শাস্তির ব্যবস্থা করবেন। প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে।’তিনি আরো বলেন, ‘জেলা প্রশাসক শাস্তির ব্যবস্থা না নিলে আমরা কঠোর আন্দোলন করবো।’নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওই ছাত্রী আমার রুমের দরজায় ধাক্কাধাক্কি করছিল। তিনি পিয়নের কলার ধরছে। পরে আমি দুই নারী কর্মীকে দিয়ে তাকে বাইরে বের হয়ে যেতে বলি।’ অভিযোগের ব্যাপারে জানতে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নম্বরে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

About Syed Enamul Huq

Leave a Reply