Thursday , 30 November 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুক্তাগাছায় ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণকারী গ্রেফতার
--প্রতীকী ছবি

মুক্তাগাছায় ৮ বছরের শিশু কন্যাকে ধর্ষণকারী গ্রেফতার

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তারিকুল (১৮) নামে এক যুবককে  গ্রেফতার করা হয়েছে।। মুক্তাগাছার গাবতলীর চারিপাড়া গ্রামের ফরহাদ এর কন্যা (৮) কে গত বৃহস্পতিবার বাড়ির পিছনে পুকুরে গোসল করতে গেলে তাকে একা পেয়ে পানিতেই তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে শিশু কন্যাটি তার মাকে বিষয়টি জানায়। বাড়ির লোকজন বিষয়টি এলাকাবাসীকে জানালে এলাকাবাসী কোন সিদ্ধান্ত দিতে পারেনি। রবিবার সকালে সাংবাদিকদের কাছে খবর আসলে ঘটনাস্থলে সাংবাদিকরা উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্ম্কর্তাকে বিষয়টি অবহিত করেন। থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিক্টিমকে উদ্ধার ও ধর্ষক তারিকুলকে গ্রেফতার করেন। জানা যায়, ধর্ষক তারিকুল একই গ্রামের ইয়াকুব আলীর পুত্র। এ ব্যাপারে তারিকুলকে একমাত্র আসামী করে মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply