Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে সিরাজদিখানে ৭ কর্মদিবসে নামজারী সম্পন্ন

মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে সিরাজদিখানে ৭ কর্মদিবসে নামজারী সম্পন্ন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের জায়গা সম্পত্তির নামজারীর ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিরাজদিখান উপজেলা ভূমি অফিস। এরই ধারাবাহিকতায় গত রোববার বেলা ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বীর মুক্তযোদ্ধা সামছুদ্দিন আহমেদ খায়ের এবং বীর মুক্তিযোদ্ধা আলী আকবরের হাতে তাদের নামজারী তুলে দেন সহকারি কমিশনার (ভূমি) আহমেদ সাব্বির সাজ্জাদ। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধকালীন ডেপুটি কমান্ডার এবং জেলা পরিষদের সদস্য আলী আহমেদ বাচ্চু, সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ বাবুল, দৈনিক নয়া দিগন্তের হামিদুল ইসলাম লিংকন । উল্লেখ্য, গত ৪ মার্চ উপজেলা ভূমি অফিস থেকে বীর মুক্তিযোদ্ধাদের নামজারীর আবেদন সর্বনিম্ন  ৭ কর্মদিবস হতে সর্বোাচ্চ ১০ কর্ম দিবসের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। 

About Syed Enamul Huq

Leave a Reply