Sunday , 13 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজধানীর হাতিরঝিলে যুবকের  মরদেহ উদ্ধার করেছে পুলিশ
--সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিলে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

অনলাইন ডেস্ক:

রাজধানীর হাতিরঝিলের লেকের পানি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই যুবকের হাত-পা নাইলনের দড়ি দিয়ে বাঁধা এবং পলিথিনে মোড়ানো ছিল।

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হাতিরঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এ কে এম নিয়াজ উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সকালে মহানগর প্রজেক্ট চেকপোস্ট ও উলনের মধ্যবর্তী হাতিরঝিল লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি চাদর, মশারি ও পলিথিন দিয়ে মোড়ানো ছিল এবং তার হাত-পা নাইলনের রশি দিয়ে বাঁধা ছিল। মরদেহটি অনেকটা পচে ফুলে গেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে পরিকল্পিতভাবে ওই যুবককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

About Syed Enamul Huq

Leave a Reply