Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজবাড়ীতে ২৮৫ বোতল ফেন্সিডিল সহ নোয়াগাড়ি আটক
--প্রেরিত ছবি

রাজবাড়ীতে ২৮৫ বোতল ফেন্সিডিল সহ নোয়াগাড়ি আটক

রাজবাড়ি প্রতিনিধি:
রাজবাড়ির দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন একটি দোকানের পূর্ব পাশে থেকে ২৮৫ বোতল ফেন্সিডিল সহ একটি নোহা গাড়ি আটক করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
মঙ্গলবার (১১ই) এপ্রিল সকালে বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে গাড়িটি আটক করা হয়।
পুলিশ জানায়,গোয়ালন্দ মোডের দিক থেকে আসা ঢাকা মেট্রো চ- ১১-৫০০৬ নম্বরের একটি নোহা গাড়িকে সিগনাল দেয় ডিউটিরত পুলিশ। কিন্তু চালক,  গাড়িটি না থামিয়ে দ্রুত দৌলতদিয়া বাস টার্মিনাল সংলগ্ন আব্বাস সরদারের চায়ের দোকানের পূর্ব পাশে গাড়িটি রেখে চালক সহ ৪/৫ জন পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা ২৮৫ বোতল মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য  ৫,৭০,০০০/- (পাঁচ লক্ষ সত্তর হাজার) টাকা।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অজ্ঞাতনামা চালক ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত অজ্ঞাতনামা ৩/৪ জন আসামীদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply