Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে দিগন্ত স্পোর্টিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে দিগন্ত স্পোর্টিং ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

“খেলাধুলা করবো চল, বাড়বে শক্তি মনবল” এই প্রতিপাদ্য নিয়ে লক্ষ্মীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের অর্ধশত তরুণ ও যুবক একত্রিত হয়ে “দিগন্ত স্পোর্টিং ও স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে সংগঠনের সভাকক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুনুর রশিদ হারুন ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক আরমান হোসেন কিরণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সৌরভ হোসেন বুলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়িক ও সংগঠনের পৃষ্ঠপোষক রিপন হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা ও সেচ্ছাসেবী কাজ দুটি কাজই সমাজে দরকার। মাদক মুক্ত সমাজ ও মাদক থেকে দূরে থাকতেই অবশ্যই খেলাধুলার সাথে সমাজের যেকোনো মানবতার কাজে সবাইকে একসাথে থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন জুল্পু, আব্দুল কাদের সাগর, পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন, জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, আমির হোসেন, পারভেজ আলম, রাকিব হোসেন, ফিরোজ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক খালিদ হাসান, সাইফুল ইসলাম অপু, নাদিম হাওলাদার, মোহাম্মদ অন্তর, প্রান্ত দত্ত, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাওন, তানিম ভূইয়া, দপ্তর সম্পাদক মামুন হোসেন, আকরাম হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন শুভ, রাজিব হোসেন অপু, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, নাহিদুল ইসলাম নাহিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আসরাফুল ইসলাম, মোঃ হৃদয়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আসিফ, জিদান হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সবুজ হোসেন, সাজ্জাদ হোসেন, পাঠাঘর বিষয়ক সম্পাদক মোঃ বাপ্পি, রোবেল হোসেন, সদস্য গবিন্ধ দত্ত, সাফি, আব্দুল ওয়াসির আবির, শান্ত প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply