Thursday , 12 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
শেরপুরে মৃগী নদীতে নিখোঁজের ২৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

শেরপুরে মৃগী নদীতে নিখোঁজের ২৬ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি: শেরপুরে মৃগী নদীতে পড়ে নিখোঁজের ২৬ ঘন্টা পর হেনা আক্তার (৭) নামে এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ১৪ অক্টোবর বুধবার দুপুরে শহরের মোবারকপুর এলাকার মৃগী নদী থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। শিশু হেনা শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লাার আব্দুল হাইয়ের কন্যা।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে মৃগী নদীতে অন্য শিশুর সাথে খেলতে যায় হেনা। খেলতে খেলতে দুই শিশুই পানিতে হঠাৎ পড়ে যায়। হেনার মা লাভলী বেগম দৌড়ে এসে অন্য শিশুটিকে তুলতে পারলেও ততক্ষণে পানিতে ডুবে যায় হেনা। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পেয়ে সেদিনের মতো উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করে। পরে ১৪ অক্টোবর বুধবার বেলা ১২টার দিকে স্থানীয়রা পানিতে নেমে খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির লাশ উদ্ধার করে।

About Syed Enamul Huq

Leave a Reply