Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সকালবেলায় সংবাদ প্রকাশ হওয়ায় হাসপাতাল থেকে সার্টিফিকেট থানায় পৌঁছেছে
--প্রেরিত ছবি

সকালবেলায় সংবাদ প্রকাশ হওয়ায় হাসপাতাল থেকে সার্টিফিকেট থানায় পৌঁছেছে

মোহনগঞ্জ ( নেত্রকোনা)  সংবাদদাতা: নেত্রকোনা জেলার ‘মোহনগঞ্জ হাসপাতাল হতে সার্টিফিকেট না দেয়ায় থানার তদন্ত কর্মকর্তা বিপাকে’ শিরোনামে দৈনিক সকালবেলা অনলাইনে সংবাদ প্রকাশিত হওয়ায় আজ সোমবারেই থানায় ৭ টি মামলার সার্টিফিকেট পৌঁছেছে। মোহনগঞ্জ থানার ওসি ( তদন্ত) দৈনিক সকালবেলা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রতিনিধি কে ধন্যবাদ জানিয়েছেন। 
মোহনগঞ্জ থানার ওসি ( তদন্ত) রাশেদুল ইসলাম গত ৩১ জুলাই মোবাইলে জানান, গত মার্চ হতে জুন পর্যন্ত ৭ টি মামলার সার্টিফিকেট না দেয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তাগণ বিপাকে আছেন। ঐ সময়ে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর মোহাম্মদ শামসুল আলমের সাথে মোবাইলে কথা বললে, তিনি বলেন, যে সব ডাক্তার অন্যত্র বদলি হয়েছে তাদেরকে হেলিকপ্টারে এনে কয়েকদিনের মধ্যে সার্টিফিকেট দেয়া হবে। ১ আগষ্ট  বিভিন্ন অনিয়মের সংবাদ ও অভিযোগের ফলে নেত্রকোনা থেকে সিভিল সার্জন মোঃ সেলিম মিঞা আকষ্মিক পরিদর্শনে আসেন। তাঁর সাথে মোবাইলে কথা বললে তিনি বলেন, ভূয়া সার্টিফিকেট, মামলার সার্টিফিকেট প্রদানে বিলম্বসহ সকল কিছুই সমাধান হবে আশ্বস্ত করেন। আজ ২ আগষ্ট সকালে ৭ টি মামলার সার্টিফিকেট হাসপাতাল হতে থানায় পাঠানো হয়েছে। তবে ডাঃ জান্নাতুন নেচ্ছা চাঁদিনীর ভূয়া সার্টিফিকেট থানা থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজও সংশোধিত সার্টিফিকেট হাসপাতাল হতে  থানায় পাঠানো হয়নি। আজ দুপুরে মোহনগঞ্জ থানার ওসি ( তদন্ত) রাশেদুল  ইসলাম সকালবেলার প্রতিনিধিকে মোবাইল ফোনে বলেন, আপনার তৎপরতা ও সংবাদ প্রকাশে মন্ত্রেরমত কাজ হয়েছে। থানার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, সার্টিফিকেট পাওয়ায়  মামলার গতি বাড়বে।

About Syed Enamul Huq

Leave a Reply