Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সমন্বয়কের চাঁদাবাজি, বাধা দেওয়ায় আরেক সমন্বয়ককে ছুরিকাঘাত!
--সংগৃহীত ছবি

সমন্বয়কের চাঁদাবাজি, বাধা দেওয়ায় আরেক সমন্বয়ককে ছুরিকাঘাত!

অনলাইন ডেস্কঃ

হবিগঞ্জ শহরে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহাগ গাজিকে (২৫) ছুরিকাঘাত করা হয়েছে। গতকাল শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে অপর সমন্বয়ক সাকিবের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। আহত অবস্থায় সোহাগকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহাগ গাজী জানান, শহরতলীর উমেদনগর এলাকার সাকিব দীর্ঘদিন ধরে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সাকিব ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হবিগঞ্জ শহরের সিনেমাহল রোড এলাকায় তার ওপর হামলা চালায়।

এর আগে সোহাগ গাজী তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের লাইভে এসে সাকিব তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন। একপর্যায়ে তারা সার্কিট হাউসে আশ্রয় নেন এবং সবাইকে ছুটে যাওয়ার জন্য আহ্বান জানান।

About Syed Enamul Huq

Leave a Reply