Wednesday , 10 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

সাগরে গভীর নিম্নচাপ খুলনা ১১৪ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত

খুলনা জেলা প্রতিনিধি:
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি প্রেক্ষিতে শুক্রবার সকালে খুলনার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেনের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় জানানো হয় গভীর নিম্নচাপের কারণে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।চার লক্ষ ১৬ হাজার মানুষের ধারণক্ষমতা সম্পন্ন ১১৪ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে ।পর্যাপ্ত অর্থ খাবার মজুত রাখা আছে। ইতিমধ্যে খুলনার বিভিন্ন উপজেলায় ২০০০ প্যাকেট শুকনো খাবার ২ লক্ষ টাকা এবং পর্যাপ্ত চাল বরাদ্দ দেয়া হয়েছে।সভায় আরো জানানো হয়, সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় ৪ হাজার পাঁচশত ভলেন্টিয়ার এই সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত আছে যারা ইতিমধ্যে উপকূলীয় জনগণকে সচেতন করতে মাইকিংসহ নানামুখী প্রচার চালাচ্ছে।স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয় জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে মোট ১১৬টি জরুরী মেডিকেল টিম গঠন করা হয়েছে।সাপের কামড় এবং পানিতে ডুবে যেন শিশুরা মারা না যায় সেদিকে লক্ষ্য রাখার জন্য স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করা হয়।জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন বলেন খুলনা জেলা দুর্যোগ প্রবণ এলাকা হওয়ায় এলাকার জনগণ দুর্যোগ মোকাবেলায় দক্ষ ও অভিজ্ঞ।তারপরও সম্ভাব্য সকল ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ের সকল প্রতিষ্ঠানের কর্মী স্বেচ্ছাসেবকদের সচেতন থাকতে হবে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, জিয়াউর রহমান ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ সাইদুল ইসলাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোরদারসহ, রেড ক্রিসেন্ট ,আশ্রায়ন ফাউন্ডেশন এর নবযাত্রা ,সিপিপি ফায়ার সার্ভিস ও রূপান্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply