Friday , 14 June 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শোক দিবস পালন
--প্রেরিত ছবি

সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে শোক দিবস পালন

স্টাফ রিপোর্টারঃ
১৫ আগস্ট ২০২২ তারিখ স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
 কর্মসূচির অংশ হিসেবে সকাল ০৯.০০ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০.০০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  ব্যারিস্টার এম. এনমুল কবির ইমন, সিভিল সার্জন  ডাঃ আহম্মদ হোসেন, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক  মোহাম্মদ জাকির হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক  মোঃ খায়রুল হুদা,  বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply