Thursday , 2 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে খাগড়াছড়ি পরিবার কল্যাণ সেবা শুরু

অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধে খাগড়াছড়ি পরিবার কল্যাণ সেবা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি: দেশে বিদ্যমান কোভিড-১৯ করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে নারী ও কিশোরীদের নিরাপদ প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে সারা দেশে ন্যায় খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে ৬-৮ ডিসেম্বর ৩ দিনব্যাপী চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২০। এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে- ‘করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদফতর, ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

রবিবার (৬ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা অফিসে ভারপ্রাপ্ত উপ-পরিচালক নিটোল মনি চাকমার সভাপতিত্বে বিস্তারিত আলোচনা করেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা: জয়া চাকমা। এসময় উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আযম, খাগড়াছড়ি প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু তাহের মোহাম্মদ প্রমূখ।

About Syed Enamul Huq

Leave a Reply