Friday , 26 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও লেখক শহিদুল্লাহর সফল জীবনের গল্প

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ও লেখক শহিদুল্লাহর সফল জীবনের গল্প

কুষ্টিয়া প্রতিনিধি : নিপুন কর্মকুশল মো. শহিদুল্লাহর জন্ম ২০ ডিসেম্বর ১৯৫৯ সাল৷  জন্মেছেন চুয়াডাঙ্গার অালমডাঙ্গা উপজেলার চরপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে৷ কৃতিত্বের সাথে স্কুল-কলেজ অতিক্রম করে প্রবেশ করেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে৷ সেখান থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন৷এই দীপ্তকীর্তি মানুষটির কর্মজীবনের সূচনা হয় ১৯৮১ সালে সরাসরি সাব-ইন্সপেক্টর হিসেবে৷ জনাব মো.শহিদুল্লাহ তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে ঋদ্ধ কর্মদক্ষতায় ছড়িয়েছেন সাফল্যের হিরন্ময় দ্যুতি৷ তিনি কর্মরত ছিলেন এসবি ঢাকা, সিআইডি বাংলাদেশ ঢাকা সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে৷ তিনি নড়াইলের লোহাগড়া থানায় বরিশালের গৌরনদী থানায়’ বাগেরহাটের মোল্লাহাট থানায়’ মাগুরার মহম্মদপুর এবং শালিখা থানায়, খুলনার ফুলতলা থানায়, বগুড়ার শাজাহানপুর থানায় এবং দিনাজপুরের কাহারোল থানায় ওসির দায়িত্ব পালন করেন৷ তিনি কুষ্টিয়া জেলার সহকারী পুলিশ সুপার সদর হিসেবে দায়িত্ব পালন করাকালীন তার জনবান্ধব এবং মানবিক কাজের জন্য সবার কাছে প্রশংসিত ছিলেন৷ তিনি  কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করায় রেঞ্জ ডিআইজি রাজশাহী তাকে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা পদকে ভূষিত করে কার্যক্রমে তার অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে বিশেষ সম্মাননা প্রদান করেন৷ দীপ্তোজ্জল মো.শহিদুল্লাহ  পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে বর্তমানে অবসরে আছেন৷ স্কুল জীবন থেকেই তার লেখালেখির অভ্যাস৷ ছাত্রজীবনে তিনি তার বিদ্যাপীঠ থেকে অনেক পুরস্কার লাভ করেছেন৷ তিনি একজন সু লেখক৷ তার লেখা উপন্যাস ‘এক পুলিশের না বলা গল্প’,’হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’, এবং গোয়েন্দা সিরিজ ‘ডেসপারেট কিলার’ ইতোমধ্যে পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে৷

About Syed Enamul Huq

Leave a Reply