Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আগামী ৭ দিন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

আগামী ৭ দিন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে

অনলাইন ডেস্ক:

আগামী ৬ থেকে ১২ নভেম্বর পর্যন্ত ৭ দিন ঢাকার দক্ষিণ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে ৷ ঢাকা ও ঢাকার আশপাশের জেলাগুলোতে গ্যাস সরবরাহ করে দেশের রাষ্ট্রীয় কম্পানি তিতাস গ্যাস। আজ শনিবার তিতাস গ্যাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কম্পানির (জিটিসিএল) বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনের ইন্টিলিজেন্ট প্লাগইন কার্যক্রম পরিচালনা করা হবে ৷ এ সময়ে তিতাস গ্যাসের অধীভূক্ত ঢাকা মহানগরীর দক্ষিণ অংশের আংশিক এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ, ফতুল্লা এবং মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন হবে ৷ লাইনে স্বল্প চাপ বিরাজ করতে পারে বলেও  জানিয়েছে তিতাস গ্যাস।

গ্যাসের ঘাটতির কারণে বর্তমানে তিতাসের অধিকাংশ এলাকায় দিনের একটা বড় সময়ে গ্যাস থাকে না।

বাসা বাড়িতে সকাল ৬ টার মধ্যে গ্যাস চলে যায়, আসে রাতে। গাজীপুর, নারায়ণগঞ্জ সাভার এলাকার শিল্পকারখানায় গ্যাস স্বল্পতায় উৎপাদন ব্যহত হচ্ছে ৷ এর মধ্যে এই পাইপলাইনের সংষ্কার, পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের ৷

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply