Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

আজ ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও পলু দিবস

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
আজ ২৭ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ শনিবার ৩৯তম
ঐতিহাসিক ব্রাহ্মণবাড়িয়া জেলা আন্দোলন ও এই আন্দোলনে শহীদ ওবায়দুর রউফ
পলু দিবস। ১৯৮৩ খ্রিষ্টাব্দে পৃথক জেলা ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর লাগাতার-পর্যায় ক্রমিক কর্মসূচীর এ গণ আন্দোলন এর চূড়ান্ত পর্যায়ে সর্বদলীয় সংগ্রাম পরিষদের কর্মসূচীর আওতায় এদিন হরতাল
চলাকালে রেল ও সড়কপথ অবরুদ্ধ করায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের সাথে
ব্রাহ্মণবাড়িয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
হরতালকালে রেলওয়ে স্টেশনে
ব্রীজে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র
ওবায়দুর রউফ পলু আইনশৃংখলা বাহিনীর গুলিতে শাহাদাৎ বরণ করেন। উত্তাল
জনতার বিক্ষোভ নিয়ন্ত্রণে নিতে কুমিল্লা কেন্টনমেন্ট থেকে আগত সাঁজোয়া
বাহিনী ব্রাহ্মণবাড়িয়া শহরে অবস্থান নেয়।
দুপুরের পর স্থানীয় নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল জানাজা শেষে শহরতলীর শেরপুর কবরস্থানে পলুর দাফন সম্পন্ন হয়। তাঁর আত্মত্যাগের মাধ্যমেই বিগত তৎকালীন এরশাদ সরকার গণদাবীর প্রতি নতি স্বীকার করে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি
ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের ৪৮টি মহকুমাকে জেলা ঘোষণা দিতে বাধ্য হয়।
যথাযথ মর্যাদায় ৩৯তম দিবসটি পালন উপলক্ষে জেলা আন্দোলন এবং ওবায়দুর রউফ পলু’র অমলিন স্মৃতির ধারক ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে
প্রতিবছরের মতো এবারও কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে আজ ভোরে/প্রাতিষ্ঠানিক সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে পলুসহ সকল প্রয়াত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা,
সকাল ৭টায় সকল প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন, জেলা উন্নয়ন পরিষদের
নেতাকর্মীদের কালো ব্যাজধারণ, সকাল ১০টায় পলুর কবর জিয়ারত, সকাল ১১টায়
লোকনাথ রায় চৌধুরী কমপ্লেক্স চত্তরে আলোচনা সভা।
ব্রাহ্মণবাড়িয়া বাসী সকলকে উক্ত কর্মসূচী সফলে অংশগ্রহণ করার জন্য জেলা উন্নয়ন পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply