Monday , 29 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

আজ সারা দেশে হেফাজতের হরতাল, মাঠে থাকবে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক:

সারা দেশে আজ রবিবার (২৮ মার্চ) হেফাজতে ইসলামের হরতাল। তবে হরতালের নামে যাতে কেউ কোনো নাশকতা ও সহিংসতা চালাতে না পারে, সে জন্য মাঠে থাকবে আওয়ামী লীগ। এ ছাড়া হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

এদিকে, আজকের হরতালের প্রতি নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে হরতালের প্রতি সমর্থন জানান। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের এম আলমের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের ওপর পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা, হাটহাজারীতে গুলি করে চারজনকে হত্যা এবং ব্রাহ্মণবাড়িয়ায় চারজনকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে সাধারণ মুসল্লিদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ২৮ মার্চ (আজ) হেফাজতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ হরতালের প্রতি সমর্থন জানাচ্ছি।’

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘হেফাজতের হরতালের মধ্যে আমাদের দলের নেতাকর্মীরা স্ব স্ব এলাকায় সকাল থেকেই সতর্ক অবস্থানে থাকবেন। এরই মধ্যে প্রতিটি ওয়ার্ড ও থানার নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

এদিকে আজ হরতালেও সারা দেশে বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

গতকাল ফুলবাড়িয়া বাস টার্মিনাল মালিক সমিতি, সায়েদাবাদ আন্ত জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি এবং মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির নেতারা এ বিষয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেন।

About Syed Enamul Huq

Leave a Reply