Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না : প্রধানমন্ত্রী
--সংগৃহীত ছবি

আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌“আমরা শান্তি চাই, যুদ্ধ চাই না। জাতির পিতা বলে গেছেন, ‌‘সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ’ আমরা যথাযথভাবে সে কথা মেনে চলছি। আমরা আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি।

আজ রবিবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৩ তম বিএমএ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শপথের মধ্য দিয়ে কমিশন প্রাপ্ত অফিসারদের দেশের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি দায়িত্ব পালন করতে হবে সবাইকে। ’

তিনি জানান, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে। এ সময় আশাবাদ ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ‘আজকের নবীন অফিসাররা উন্নত বাংলাদেশ গড়ে তুলবে। ’

এর আগে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply