Wednesday , 24 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ আটক-৩  এক অপহ্নত উদ্ধার

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ আটক-৩  এক অপহ্নত উদ্ধার

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।১১ জানুয়ারী রাত ৮ টারদিকে রেজিষ্ট্রার্ড ক্যাম্প থেকে তাদের আটক করা হয় অপরদিকে ১২ জানুয়ারী ভোরে অপহ্নত এক রোহিঙ্গা কে উদ্ধার করা হয়েছে।
১২ জানুয়ারী দুপুরে এসব তথ্যের সত্যতা নিশ্চিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)’র অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাইমুল হক জানান,১১ জানুয়ারী রাত ৮ টারদিকে কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের ব্লক বি,শেড নং -৪২,কক্ষ নং- ৩’র বসবাসরত রোহিঙ্গা তাসলিমার ঘরে গোপন সুত্রের খবরে তল্লাশী পরিচালনা করা হয়।এসময় তাসলিমা (২৬),স্বামী-নুরু সালাম, মাতা-মরিয়ম খাতুন, এমআরসি-০০০০৯, রুম নং-৩-৪, শেড নং-৪২, ব্লক-বি’র নিকট থেকে ১১৫ পিস, মোঃ নবী হোসেন (২১), পিতা-মোঃ আলম, মাতা-মনোয়ারা বেগম, এমআরসি
-৬১৭৬৭, রুম নং-৩, শেড নং-৩৩, ব্লক-ডি’র ১৫৫ পিস
এবং মোঃ ইউনুছ (৩০), পিতা-মৃত হাসান, মাতা-মৃত সাম্ভু বেগম,এমআরসি-৪২৯৭৯, রুম নং-৬, শেড নং-২১, ব্লক-জি’র নিকট থেকে ১৩২ পিসসহ মোট ৪০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে ১২ জানুয়ারী ভোর সাড়ে ৪ টারদিকে ক্যাম্প-৭’র পার্শ্বস্থ ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেন নামক স্থান থেকে জমির হোসেন নামক অপহ্নত এক রোহিঙ্গা কে উদ্ধার করেছে ১৪ এপিবিএন’র নৌকার মাঠ,পুলিশ ক্যাম্পের একটি টীম।উদ্ধার জমির হোসেন কুতুপালং ক্যাম্প-৭’র ডি ব্লকের হাফেজ আহমদের ছেলে।তাকে উদ্ধার পরবর্তী পিতার জিম্মায় দেওয়া হয়েছে।
এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে, এমনটাই নিশ্চিত করেছেন,১৪ এপিবিএন’র অধিনায়ক পুলিশ সুপার মোঃ নাইমুল হক।

About Syed Enamul Huq

Leave a Reply