Tuesday , 19 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এপথাস আলসার- একটি যন্ত্রণাকর ও বিরক্তিকর রোগ

এপথাস আলসার- একটি যন্ত্রণাকর ও বিরক্তিকর রোগ

মুখের অন্যতম যন্ত্রণাদায়ক একটি সমস্যা এপথাস আলসার। মুখগহ্বরের অনেক ধরনের ব্যাধি আছে তার মধ্যে অন্যতম এটি।
✔ কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো থাকলে এপথাস আলসার হওয়ার প্রবনতা বেশী দেখা যায়। যেমন-
☞ দুশ্চিন্তা বা স্ট্রেস
☞ মিনারেলস / ভিটামিন এর অভাব
☞ ট্রমা বা আঘাত লাগা (শক্ত ব্রাশ)
☞ পেটের কিছু অসুখ (IBS,Crohn’s disease)
☞ ধারলো sharp দাঁত
☞ অতিরিক্ত গরম খাবারে গাল পুড়ে গেলে
☞ টুথপিক/মাছের কাটায় খোচা লাগা
☞ ঘুম কম ও অসময়ে ঘুম
☞ Self inflected bite গাল ও ঠোঁট কামড়ানো
☞ মাসিকের ঠিক আগে
☞ ভাইরাস ইনফেকশন
☞ কিছু চকলেট ও কফি
☞ পানি কম খাওয়া।
✔ এপথাস আলসার করনীয়-
☞ মুখ পরিষ্কার রাখা/Maintain oral hygiene
☞ হালকা গরম লবণ পানিতে কুলি করা/Chlorhexidine or Povidone iodine mouth wash.
☞ ঝাল ও এসিডিক খাবার এড়িয়ে চলা
☞ নরম ব্রাশ ব্যাবহার করা
☞ মুখগহবরের যেকোন ঘা বা ulcer হলে অবহেলা না করে দ্রুত চর্ম রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন ।
লেখক-
ডা. ধীমান দেবনাথ
চর্ম, যৌন, এলার্জি, চুল, নখ,
শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ।।
মেডিক্যাল অফিসার, জেলা সদর হাসপাতাল।
প্রাইভেট চেম্বার: হলি ল্যাব হাসপাতাল,
কুমারশীল মোড়, ব্রাহ্মণবাড়িয়া।।
Attachments area

About Syed Enamul Huq

Leave a Reply