Sunday , 16 June 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এমপির মরদেহ উদ্ধার: যা বললেন আইজিপি
--সংগৃহীত ছবি

এমপির মরদেহ উদ্ধার: যা বললেন আইজিপি

অনলাইন ডেস্কঃ

ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধারের ঘটনায় দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, এমপির মরদেহ উদ্ধারের ঘটনায় দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করছে। বুধবার (২২ মে) সকালে রাজধানীর বাড্ডায় বৌদ্ধমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

এমপি আনার মারা গেছেন নাকি জীবিত আছেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশি সংসদ সদস্যের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি গণমাধ্যম সূত্রে।

‘আইজি মামুন বলেন, ‘আমরা কলকাতা পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি। তবে খবরটা এখনও কলকাতা পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি বক্তব্য পাওয়া যায়নি। তারা দূতাবাসের মাধ্যমে সরকারিভাবে আমাদের এখনও নিশ্চিত করেনি। শুনেছি, তারা বিষয়টি সার্চ করছে।
তারা জানালে আমরা নিশ্চিত করতে পারব।’তিনি বলেন, ‘আমাদের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। তাকে হত্যা করা হয়েছে কি না— তা জানতে আমরা কাজ করছি। তাদের কাছ থেকে তথ্য পেলে আমরা জানাব। তাদের তদন্তের স্বার্থে বিষয়গুলো না জানানো শ্রেয়।

About Syed Enamul Huq

Leave a Reply