Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
কক্সবাজারে বন বিভাগের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ 
--প্রেরিত ছবি

কক্সবাজারে বন বিভাগের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মহুরীপাড়ায় বনভূমি দখল করে পাকা দালান নির্মাণ করা হচ্ছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে সদর উপজেলা প্রশাসন ও বনবিভাগ যৌথ অভিযান চালিয়ে দখলকৃত বনভূমি থেকে অবৈধভাবে নির্মিত স্হাপনা উচ্ছেদ করেছে। গত মঙ্গলবার (১৩ ডিসেম্বর)সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া’র সার্বিক তত্ত্বাবধানে ও কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়।বনবিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের পূর্বে লিংকরোড বিটের বিট কর্মকর্তা মোঃ সোহেল হোসেন তার স্টাফ ও সিপিজি সদস্যদের নিয়ে বনভূমিতে অবৈধভাবে নির্মিত স্হাপনা পরিদর্শনে গেলে ওই এলাকার কিশোর গ্যাং লিডার এনামুল হকের দলবল লাঠিসোটা নিয়ে বনকর্মীদের উপর অতর্কিত হামলা চালায়।এতে ৪ জন বনকর্মী গুরুতর আহত হয়েছেন ।আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বনবিভাগ সদর উপজেলা প্রশাসনের সহযোগীতা চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর মডেল থানা পুলিশ ও বনবিভাগ যৌথ অভিযান পরিচালনা করে স্হাপনা গুলো গুড়িয়ে দেয়।বনবিভাগের উপর হামলাকারীরা হচ্ছে,আবুবক্কর সিদ্দীক,তার পুত্র কিশোর গ্যাং লিডার এনামুল হক,মেয়ে ইয়াছমিন আক্তার, স্ত্রী জুহুরা বেগম তার বোন জোহারা বেগম সহ অজ্ঞাত আরো ৩/৪ জন।কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা জানান,বনভূমি দখলকারীদের বিরুদ্ধে আমাদের অব্যাহত অভিযানের অংশ হিসেবে লিংকরোড বিট কর্মকর্তা বিটের স্টাফদের নিয়ে টহলে গেলে বনভূমি জবর দখলকারীরা তাদের উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান,বনবিভাগকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করে অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বনবিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।চলমান এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে লিংকরোড বিট কর্মকর্তা মোঃ সোহেল হোসেন, হিমছড়ি বিট কর্মকর্তা কামরুজ্জমান সুভন,ঝিলংজা বিট কর্মকর্তা আব্দুস সালাম,চেইন্দা বিট কর্মকর্তা ফছিউল আলম শুভ এবং বিটের স্টাফ সহ সিপিজি সদস্যরা অংশগ্রহণ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply